fbpx

Experiments

Experiments

প্রতিটা মুহূর্তকেই হার্ডডিস্কে জমা রাখতে ভালো লাগে সেটা কোন প্রাকৃতিক দৃশ্য, রাস্তা-ঘাট, জড়বস্তু হোক আর মানুষজনই হোক…কারণ একটাই, ধীরে ধীরে সব কিছুই কমপ্লিকেটেড হয়ে উঠে এবং পরিবর্তন হয়েই চলে, চাইলেও আর ফিরে যাওয়া সম্ভব হয় না সেই সব গোল্ডেন দিনে….তবে হ্যা একটি উপায় আছে তা হলো ছবি….আর আমি সেটাই করছিলাম..কিন্তু হঠাৎ করে কিভাবে যে প্রফেশনালি ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে নিলাম বুঝতেই পেলাম না……ইচ্ছা থাকা শর্তেও এখন আর আগের মত অনেক শখের অন্যান্য ছবি গুলো খুব কমেই উঠানো হয়…:( হঠাৎ করেই এই এ্যালবামটি দেয়ার ইচ্ছে হলো…তাই ২০১১ সাল থেকে শুরু করে খুঁজে খুঁজে ছবি নিয়ে, এই এ্যালবামটি পাবলিশ করলাম…যদিও এখানকার বেশির ভাগ ছবিই এখন দেখলে আমার নিজেরেই হাসি পায়। আর এখানকার বেশির ভাগ ছবিই অনেকেই আগে দেখেছেন তারপরও এ্যাড করলাম।
Prev ফটোগ্রাফি জীবনের সংক্ষিপ্ত একটু স্টোরি
Next দিনাজপুরে প্রথম যাত্রা

Comments are closed.