fbpx

ফটোগ্রাফি জীবনের সংক্ষিপ্ত একটু স্টোরি

ফটোগ্রাফি জীবনের সংক্ষিপ্ত একটু স্টোরি

আজ বিশ্ব ফটোগ্রাফি দিবস, তাই ভাবলাম আমার এই ছোট ফটোগ্রাফি জীবনের সংক্ষিপ্ত একটু স্টোরি লিখে ফেলি। প্রথমেই একটি কথা বলে রাখি কম্পিউটার ও টেকনোলজির সঙ্গে আমার যুদ্ধ্য শুরু এবং ক্যারিয়ার হিসেবে বেছেনেই 2009 সালে। ছবি উঠানোর শখ ছোট থেকেই ছিলও (ক্যামেরার সমনে দাঁড়িয়ে নয়, পিছনে দাঁড়িয়ে…:))। এভাবেই চলতে ছিলও। এরপর যখন ইন্টারনেটে ছবি দেখতাম আর ডিজিটাল ক্যামেরা দিয়ে ও ভাবে উঠানোর চেষ্টা করতাম। হঠাৎ করে একদিন এক ভাইয়ের ফ্লিকার অ্যাকাউন্ট চোখে পরে, ছবি গুলো দেখে শকড। আমি আসলে ওয়েডিং এবং ফ্যাশন ফটোগ্রাফি চেয়ে ল্যান্ডস্কেপ এবং ন্যাচার ফটোগ্রাফি বেশি পচ্ছন্দ করতাম, তবে দেখলাম সেই ভাই সব ধরণের ছবিই উঠায়। তার এই ছবি গুলো দেখে আমার নেশা অনেক বেরে যায়। সালটা তখন ছিলও ২০১২। ঠিক তখনেই ওয়েব এবং গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি ফটোগ্রাফি নিয়েও স্টাডি শুরু করি এবং অনলাইন থেকেই ৫টা কোর্স সম্পূর্ণ করে ফেলি। এর মধ্যে আমার ভাই একটা DSLRও কিনে। এরপর যখনেই সময় পেতাম ছবি একটু-একটু তুলতাম এবং আমার মূল বিষয় হল ছবির মাধ্যমে রংপুরকে বাংলাদেশের একটি সুন্দর শহর হিসেবে তুলে ধরা । যেহেতু লোগো ডিজাইন টুকটাক শুরু করেছি, তাই ভাবলাম আমার ছবিতে দেয়ার জন্য একটা লোগো ডিজাইন করি, ঠিক তখনেই জন্ম নিলো অনেক বিষয়ের, বিষয়টা হচ্ছে যেই সকল মানুষ ফটোগ্রাফারের কিছুতেই পরেনা, তারা সকলেই নামের শেষে ফটোগ্রাফি লাগিয়ে পেজ খুলে বসে আছে এবং ছবিতে তাঁদের নাম সহ লোগো অনেক সুন্দর ভাবে বসিয়ে আপলোড দিচ্ছে ফটো। তখনেই ভাবলাম আমি আমার নামের শেষে এখনেই ফটোগ্রাফি শব্দটি যুক্ত করব না। কারণ তখন আমি ছিলাম একদম বিগেইনার এবং শখের ফটোগ্রাফার। এরপর নাম হিসেবে সিলেক্ট করি CrownShoot এবং লোগোর নিচে দেই Attempt to shoot attractive photos. এরপর কয়েক বছর পার হয়। পরিচিত সকলের কাছেই ছবি প্রশংসিত হয় এবং নামটিও পচ্ছন্দ করে। তাই নামটি আর পরিবর্তন না করেই গত ডিসেম্বরে এ ভয়-ভয় করে পাবলিশ করি এই পেজটি এবং এই বছরের একদম শুরুতেই এক ভাইয়ের বিয়েতে তোলা ছবি আমার এই পেজে আপলোড করি । ঠিক এরপরেই ওয়েডিং-এর কাহিনী শুরু, এই ছবি গুলো দেখে পরিচিতদের শুরু হয় ওয়েডিং-এ ছবি উঠানোর রিকুয়েস্ট। এই সাত মাসে রংপুরে ১৫টি ইভেন্ট সফলতার সঙ্গে শেষ করি এবং নিজের অজান্তেই অঘোষিত ওয়েডিং ফটোগ্রাফার হয়ে যাই। যাই হোক এই ১৫টি ইভেন্ট করার পর যেই জিনিশটি লক্ষ্য করলাম রংপুরের মানুষ আসলেই পরিবর্তন চাচ্ছে এবং রংপুরের ফটোগ্রাফিতে পরিবর্তন দরকার। তাই রংপুরের ওয়েডিং ফটোগ্রাফিতে পরিবর্তনের লক্ষ্য নিয়ে এবং সেই সঙ্গে সকলের প্রশংসা, আশ্বাস ও দোয়া নিয়ে শুরু করি প্রফেশনাল ওয়েডিং ফটোগ্রাফি। আসা করি সকলের এই সমর্থন পেয়েই যাবও। এটি কিন্তু আমার ফটোগ্রাফির সংক্ষিপ্ত ইতিহাস, আমার ফটোগ্রাফির পিছনে কিন্তু আছে আরও অনেক কাহিনী। যেমন আমার ভাই-বোনের অনেক অনেক সহযোগীটা যার ফলেই এতদূরে আসা। এই নিয়ে পরে একদিন লিখবো। আর আমার ল্যান্ডস্কেপ এবং ন্যাচার ফটোগ্রাফি কিন্তু বন্ধ্য হয়ে যায়নি, এটির প্রতি যে রকম নেশা আছে ওরকমেই থাকবে।
Next Experiments

Comments are closed.