fbpx

অংপুরের নালবাগ

অংপুরের নালবাগ

Photo Story

সেই স্কুলে পড়া থেকেই শখ রংপুরের আনাচে কানাচে ঘুরে প্রাণের শহরকে ক্যামেরায় বন্দী করা। কিন্তু অনেক প্ল্যান করা হলেও পরে আর সেটা হয়ে উঠেনি। বিগত সাত বছরে রাস্তা ঘাট সহ রংপুরের সব কিছু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন অনেক আফসোস হয়, ইস! আগের রংপুর কে যদি ফ্রেমে বন্দী করে রাখতাম। যাই হোক রোজার এক মাস আগে একটা দরকারে Monin সহ লালবাগ যাই, ফেরার সময় দুজনে তখনেই প্ল্যান করি যে রোজার এক সপ্তাহ আগে সব ইভেন্ট শেষ হবে। এই ৭দিন স্ট্রিট ফটোগ্রাফির জন্য বের হবো। আমাদের আর এক ভাই Rayhan Nishan ও রাজি। প্রথম জায়গা ছিলো লালবাগ। সেদিন দুপুর ১ টার দিকে রওনা হই লালবাগ এর উদ্দেশ্যে। ইচ্ছা পুরো হাটের সব কিছু কে তুলে ধরা। এর আগেও অনেক গিয়েছি কিন্তু “লালবাগের হাট ” যে এত বড় এলাকা জুরে সেটা জানা ছিল না (আমার মামাদের হাট বলে কথা  )। ওই দিনের মত হাঁটাহাঁটি মনে হয় না এর আগে কখনো করেছি। দিনটি অনেক মজার ছিল। পুরো হাট ঘুরতে ঘুরতে সন্ধ্যা। তিন মাস হয়েগেল এ্যালবাম টা দেয়ার সময়ই পাচ্ছিলাম না। আশা করি রংপুরের এই ঐতিহ্যবাহী লালবাগ হাটের ছবি গুলো ভালই লাগবে

Prev ঠাকুরগাঁও
Next সীমান্তের পথে - পঞ্চগড়

Comments are closed.