fbpx

শাপলা গ্রাম, সাতলা

শাপলা গ্রাম, সাতলা

আবার চারদিকে শাপলা ফুল ফুটতে শুরু করেছে। তাই ছবি দেখে মনে হল যে সাতলা বিলের ছবি গুলো এখনো দেয়াই হয়নি। অনেক দিনের ইচ্ছে ছিল যে অনেক বড় কোন শাপলা বিলে নৌকা চলছে এমন জায়গায় যাওয়ার । খুঁজতে খুঁজতে চোখে পরে বরিশালের সাঁতলা বিল, প্লান করে রাখি যে একটু অবসর পেলেই চলে যাবো আমরা। গত বছর নভেম্বরে সেই সুযোগ হয় কিন্তু সেটা ছিল শাপলা ফুল ফোটা শেষ হয়ার সময়, গিয়ে দেখি সব শাপলা তুলে ফেলেছে কিন্তু যা ছিল সেটাও হতাশ করেনি। কনকনে শীতে ভোর ৫টায় আমরা বরিশাল শহর থেকে মহেন্দ্র রিজার্ভ করে রওনা দেই শাতলার উদ্দেশ্যে ওখানে গিয়ে পৌছাই ৭.৩০ এ ,। এরপর সেখানে গিয়েই নৌকা ঠিক করি। একটা নৌকা মাঝি আর একটা নৌকা আমরা চালাবো কিন্তু নৌকা মালিক মাঝি ছাড়া নৌকা দিবে না, আর আমাদের ইচ্ছে ছিল নৌকা চালানোর। যাইহোক কোন ভাবে ম্যানেজ করে আমরা নৌকা নিয়ে যাই আর সাথে পাই এক পিচ্চি মাঝি। নৌকার মালিক ছিল তার বাবা, কিছু দূর যাওয়ার পর টের পাচ্ছিলাম যে আসলে কেন আমাদের নৌকা দিতে চাইছিল না। নৌকা চালানো যে এত কঠিন সেই দিন আমরা হারে হারে টের পাই, কিন্তু অনেক মজার ছিল। এক পর্যায় তো নিশান পানিতেই পরে যায়। আবার সময় করে একদম ভরা মৌসুমে যাওর ইচ্ছে আছে….
Prev এক দিনের এতিম জামাই
Next আসুন আমাদের বাংলাদেশ কে রক্ষা করি

Comments are closed.