fbpx

যমুনার তীরে খড়ির হাট.

যমুনার তীরে খড়ির হাট.

বৃষ্টি আসার আগের মুহূর্তে জেনো নদীগুলো যৌবন ফীরে পায়। এর আগেও প্রেম যমুনা ঘাটে প্রথম নদীর মাঝে বৃষ্টি পড়ার দারুন এক অনুভূতি পাই। এই দিনেও তখনও বৃষ্টি আসবে তার ঠিক আগের মুহূর্তে যমুনার ধারে ছিল এক সুন্দর অনুভূতি। বিভিন্ন দিক থেকে নৌকায় করে সবাই খড়ি নিয়ে আসছে, হাটে বিক্রি করছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে। চরের মানুষগুলোর জীবন দেখে তাকিয়ে থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই লাইন মনে পরে “নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কী। পৃথিবীতে কে কাহার” ।

Prev প্রেম যমুনা - Jamuna Chor
Next "শীত চলে যায়, ফিরে ফিরে চায়"

Comments are closed.