fbpx

রংপুরের প্রথম সার্টিফাই আন্তর্জাতিক ওয়েডিং ফটোগ্রাফার

রংপুরের প্রথম সার্টিফাই আন্তর্জাতিক ওয়েডিং ফটোগ্রাফার

এর আগের বিশ্ব ফটোগ্রাফি দিবসেও একটি পোস্ট দিয়েছিলাম। তবে এবারের ফটোগ্রাফি দিবসটি তে মনে পরে গেলো সেই দিনটির কথা । গতবারও এই দিনটিতে ভাবতেই পারিনি যে এক বছরের মধ্যেই এত কিছু ঘটে যাবে। WPPA International কোয়ালিফাই রাউন্ডে বাংলাদেশের মোটামুটি সব টপ লেভেলের ফটোগ্রাফি প্রতিষ্ঠানের ফটোগ্রাফাররা ছবি নিয়ে এসেছিলো। সকলের ছবিই ঘুরে ঘুরে দেখতে ছিলাম। আর চিন্তা করতেছিলাম কি হবে, সকলের মধ্যে আমিই ছিলাম একদম জুনিয়ার আবার এসেছি রংপুর থেকে। এর মধ্যেই কয়েক জন কোয়ালিফাইড হয়ে গিয়েছে। কিছু সময় পরেই ডাক আসল আমার। রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখি সকলেই আমার দিকে তাকায় আছে। এলভিন লিয়ং স্যার অনেক গম্ভীর ভাবে বলল তোমার ছবি গুলোতে এত স্পট কেনো (আমি ছবি গুলো গাম দিয়ে লাগিয়েছিলাম তাই ছবির উপরে একটু ময়লা ছিলো) তখন আমি একটু মনখারাপ করেই বলতেছিলাম যে আসলে গাম ব্যবহার করেছি তাই। সবাই আমার কথা মনখারাপ করেই শুনতে ছিলো, এর মধ্যেই পিছন থেকে এলভিন লিয়ং স্যার ঘাড়ে হাত দিয়ে বলে উঠলো অভিনন্দন তুমি সিলেক্ট হয়েছো…তখন সবাই হেসে উঠলো এবং ম্যাথিউস স্যার ওয়েডিং হোলির ছবিটা নিয়ে বললো এই ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে…অনেক রোম্যান্টিক একটা মোমেন্ট। এলভিন লিয়ং স্যার বলে উঠলো কি হল তোমার ফোন বের করো সেলফি তুলো, পাশ থেকে আবার সাইকো লিয়ং স্যার বলল আরে ওর কেনো তোমার ফোনেই তুলনা। এর মধ্যেই জোবায়ের হোসেন শুভ ভাইয়া রুমে নক করে ঢুকলো, ঢুকেই দেখে আমি সিলেক্টেড হয়েছি এবং সেটি শুনেই বলে “মুকুট আমি সত্যি তোমার উপর অনেক খুশি” আসলেই একটা অন্য রকম মুহূর্ত ছিলো।
Prev দিনাজপুরে প্রথম যাত্রা
Next ঠাকুরগাঁও

Comments are closed.